সঙ্গীত-সুধা/এতদিনে পোহাইল

ললিতা—আড়া।

এতদিনে পোহাইল ভারতের দুখ-রজনী;
প্রকাশিল শুভক্ষণে নববেশে দিনমণি।
দেখে পাপেতে কাতর, সর্ব্বজনে জরজর,
পাঠালেন স্বৰ্গ-রাজ্য মুক্তিদাতা পিতা যিনি।
সেই রাজ্যে প্রবেশিতে, এস সবে আনন্দেতে
ছিন্ন করি পাপ-পাশ বীর-পরাক্রমে;
উর্দ্ধদিকে হস্ত তুলি, গাও তাঁরে সবে মিলি,
জয় জগদীশ বলি, কর সদা জয়ধ্বনি।