সঙ্গীত-সুধা/দীনবন্ধু, এই দীনের প্রতি

কীর্ত্তন ভাঙ্গা—একতালা।

দীনবন্ধু, এই দীনের প্রতি হও সদয় হে;
আমার আর কেহ নাই তোমা বিনা, এ জগৎ-মাঝারে।
আমি লইয়াছি শরণ, ওহে দীন-শরণ,
কৃপাময় কৃপা করি’ কর মোরে ত্রাণ,
আমি অতি দুর্ব্বল, (দীননাথ) নাই কোন সম্বল,
তুমি হীনবলের বল, তাই ডাকি তোমারে।