সঙ্গীত-সুধা/প্রাণ কাঁদে মোর

২২

বাউলের সুর—ঝুলন।

প্রাণ কঁদে মোর বিভু বলে’
কোথা তাঁরে পাই।

পাপ-মন কি সে ধন পাবে,  পাপ-তাপ দূরে যাবে,
জয় জগদীশ বলে’ ডাকব উভরায়।
আমি পাপী দীন-হীন,  কেমনে পাব সে ধন, রে—
কবে প্রেমধামে যাব, আনন্দিত হব,
পিতাকে দেখিব নয়ন ভরিয়ে।
—পিতা দয়াময় হে—
—সে দিন আমার কবে হবে—
দুঃখের দিন যাইবে—
একে ত দয়াল পিতা,  তাহে পাপিগণ-ত্রাতা,—রে—
কত মহাপাপিজন উদ্ধার হইল;
তাই ভেবে ডাকিতেছি কোথায় দয়াময়।