উত্তরলেখ

 এ-পথে এখন প্রতিটি পাথর চেনা, ধুলো ও বৃষ্টিতে ওড়ে কুটোকাঁটা... ছায়ার সুন্দর, মেঘের মতন তাদের পক্ষালাবণ্য আবারও পথের শেষে দুঃখ বিনিময়, থেমে যাওয়া...ক্ষয়ে যাবে পথের পাথর, একদিন, নিশ্চিত মেঘ ও বৃষ্টিতে, তারপর কেউ এসে শ্বাস ফেলে বলে যাবে; কীভাবে যে গেল পথ বোঝাই গেল না...

... ... ...

 রুগ্ন সময়ের ভাষ্য লিখতে লিখতে প্রহরের পরে প্রহর পেরিয়ে যাচ্ছে। আক্রমণের তীব্রতা বেড়ে যাচ্ছে ক্রমাগত, প্রসারিত হচ্ছে ক্ষয়ের পরিধি। তুব জেগে আছি, জেগে থাকব। প্রত্যেকেই।

... ... ...

 এই বইও প্রকৃতপক্ষে সমবায়ী উদ্যোগের ফসল। স্নেহভাজন কবি সুমন গুণ সেতু তৈরি করে দিয়েছে প্রকাশকের সঙ্গে এবং প্রুফ সংশোধনেও তার অভিনিবেশ রয়েছে। স্নেহাস্পদ রূপরাজ ভট্টাচার্য ও রামী চক্রবর্তী দ্বিরালাপের সূত্রে এই প্রয়াসে সম্পৃক্ত। আর আছেন তিনি যার সাহচর্যে পেরিয়ে যাচ্ছি বিপন্ন সময়ের এ পরিধি, স্বপ্না ভট্টাচার্য।

... ... ...

 কালবেলার কথকতা ফুরিয়ে যাবে একদিন, ফুরোবে না আমাদের অতন্দ্র প্রহরা।