সানাই/অবসান
(পৃ. ১২৩)
অবসান
জানি দিন অবসান হবে,
জানি তবু কিছু বাকি রবে।
রজনীতে ঘুমহারা পাখি
এক সুরে গাহিবে একাকী—
যে শুনিবে, যে রহিবে জাগি,
সে জানিবে তারি নীড়হারা
স্বপন খুঁজিছে সেই তারা
যেথা প্রাণ হয়েছে বিবাগি।
কিছু পরে করে যাবে চুপ
ছায়াঘন স্বপনের রূপ।
ঝরে যাবে আকাশকুসুম,
তখন কূজনহীন ঘুম
এক হবে রাত্রির সাথে।
যে গান স্বপনে নিল বাসা
তার ক্ষীণ গুঞ্জনভাষা
শেষ হবে সব-শেষ রাতে।
শান্তিনিকেতন
১৯ জুলাই ১৯৪০