কবিতা সম্পাদনা
এই পৃষ্ঠাটি কবিতা সম্পাদনায় সহায়তা করবে।

সাধারণ সম্পাদনা নির্দেশিকা সম্পাদনা

  • উপরে যেখানে পাতার সংখ্যা ও কাব্যগ্রন্থের নাম লেখা আছে, সে লেখাটা শীর্ষকে যাবে। (শীর্ষক খুলতে গেলে "মুদ্রণ সংশোধন সরঞ্জাম"-এর প্রথম আইকন ক্লিক করে দেখানো যাবে, প্রধান অংশের উপরে।)
    • যদি পাতার সংখ্যা বামদিকে থাকে, তাহলে এভাবে লিখুন: {{rh|১২৩|গীতাঞ্জলি|}} অথবা ডানদিকে থাকলে এভাবে লিখুন: {{rh||গীতাঞ্জলি|১২৪}}
  • কবিতার শিরোনাম (ক্রমিক সংখ্যা, প্রথম লাইন নয়) এভাবে লিখুন: {{c|{{larger|১}}}} (<noinclude> ট্যাগ অপ্রয়োজনীয়)
  • প্রত্যেকটা কবিতা এক ভাগ করে কেন্দ্রে স্থাপন করতে হয়।
    • যদি কবিতা মাত্র এক পাতায় লেখা থাকে, তাহলে শিরোনামের নীচে (অর্থাৎ মূল লেখার ঠিক উপরে) {{block center|<poem> যাবে ও মূল লেখার ঠিক নীচে </poem>}} যাবে। (যদি লেখার তারিখ/স্থান/ইত্যাদি শেষে লেখা আছে, তাহলে </poem>}}-দের মধ্যে এ তথ্য যাবে।)
    • যদি কবিতা একাধিক পাতায় লেখা থাকে, তাহলে সেটা এভাবে বিন্যাস করবেন:
      • প্রথম পাতায়: শিরোনামের নীচে (অর্থাৎ মূল লেখার ঠিক উপরে) {{block center/s}}<poem> যাবে, পাতার শেষে </poem> যাবে, ও পাদটীকায় {{block center/e}} যাবে। (যেভাবে শীর্ষক খোলা যায় সেভাবে পাদটীকায় খোলা যাবে।)
      • মধ্যের পাতায়: শীর্ষকে পাতার সংখ্যার নীচে {{block center/s}} যাবে, প্রধান অংশের শুরুতে <poem> যাবে, প্রধান অংশের শেষে </poem> যাবে, ও পাদটীকায় {{block center/e}} যাবে।
      • শেষ পাতায়: শীর্ষকে পাতার সংখ্যার নীচে {{block center/s}} যাবে, প্রধান অংশের শুরুতে <poem> যাবে, ও মূল লেখার ঠিক নীচে </poem>{{block center/e}} যাবে। (যদি লেখার তারিখ/স্থান/ইত্যাদি শেষে লেখা আছে, তাহলে </poem>{{block center/e}}-দের মধ্যে এ তথ্য যাবে।)
  • যদি কবিতার পঙক্তির ছাড় লাগে (এসব কাব্যগ্রন্থে বেশীরভাগ লাগবে), তাহলে পঙক্তির শুরুতে যতটা : লাগে দিয়ে দিবেন। (এটার জন্য {{ফাঁক}} অপ্রয়োজনীয়)
  • পঙক্তির মধ্যে যদি ফাঁক থাকে, তাহলে সেখানে {{ফাঁক}} দিলে চলবে। এর দৈর্ঘ্য সমন্বিত করতে {{ফাঁক|3em}}-এর মতন লিখুন (যেখানে 3em-এর বদলে অন্য একটা দৈর্ঘ্য দিতে পারেন)।

গীতাঞ্জলির প্রথম দশটা কবিতার মধ্যে (১ থেকে ১১ নং পাতা) এসব ব্যবহারের উদাহরণ দেখতে পারেন। আর কোনো বিন্যাসকারী প্রশ্ন থাকলে বিভিন্ন প্রশাসককে জিজ্ঞাসা করুন।

লাইন ইন্ডেন্টেশন এবং লাইন ব্রেক সম্পাদনা

পয়েম এক্সটেনশন সম্পাদনা

উইকিসংকলনে একটি সফ্টওয়্যার আছে এক্সটেনশন ইনডেন্টেশন এবং লাইনব্রেকগুলি সহজ করে করা যায়। <poem> ট্যাগ ব্যাবহার করে একটি কবিতাকে প্রকাশ করা যায় যেভাবে মুদ্রণে এক একটি লাইনে প্রকাশ করা হয়। আবার একটি কোলন (:) একটি লাইনের সামনে ব্যবহার করলে, 1em সম্পন্ন গ্যাপ তৈরি করবে। উদাহরণস্বরূপ, নিচের কোডটি দেখুন এবং এটি কীভাবে রেন্ডার করে :

<poem>
অন্তর মম বিকশিত কর অন্তরতর হে।
:নির্ম্মল কর, উজ্জ্বল কর সুন্দর কর হে।
জাগ্রত কর, উদ্যত কর, নির্ভয় কর হে।
:মঙ্গল কর, নিরলস নিসংশয় কর হে।
:অন্তর মম বিকশিত কর অন্তরতর হে।
</poem>

যা নিচের মত দেখাবে:

অন্তর মম বিকশিত কর অন্তরতর হে।
নির্ম্মল কর, উজ্জ্বল কর সুন্দর কর হে।
জাগ্রত কর, উদ্যত কর, নির্ভয় কর হে।
মঙ্গল কর, নিরলস নিসংশয় কর হে।
অন্তর মম বিকশিত কর অন্তরতর হে।

সরাসরি বিন্যাসকরণ সম্পাদনা

বিকল্পভাবে, {{gap}} এবং <br /> ব্যবহার করা যেতে পারে। {{gap}} টেমপ্লেট 2em আকারের একটি ফাঁক তৈরি করে যদিও {{gap|3em}} এভাবে পছন্দ মত ফাঁক তৈরি করা যায় ।

অন্তর মম বিকশিত কর অন্তরতর হে। <br />
{{gap}}নির্ম্মল কর, উজ্জ্বল কর সুন্দর কর হে।<br />
জাগ্রত কর, উদ্যত কর, নির্ভয় কর হে। <br />
{{gap}}মঙ্গল কর, নিরলস নিসংশয় কর হে।<br />
{{gap|4}}অন্তর মম বিকশিত কর অন্তরতর হে।


যা নিচের মত দেখাবে:

অন্তর মম বিকশিত কর অন্তরতর হে।
 নির্ম্মল কর, উজ্জ্বল কর সুন্দর কর হে।
জাগ্রত কর, উদ্যত কর, নির্ভয় কর হে।
 মঙ্গল কর, নিরলস নিসংশয় কর হে।
 অন্তর মম বিকশিত কর অন্তরতর হে।

এই শৈলীতে অন্যান্য ফরম্যাটিং টেমপ্লেটও ব্যবহার করতে পারবেন, যেমন:

{{block center|{{smaller|অন্তর মম বিকশিত কর অন্তরতর হে। <br />
{{gap}}নির্ম্মল কর, উজ্জ্বল কর সুন্দর কর হে। <br />
জাগ্রত কর, উদ্যত কর, নির্ভয় কর হে। <br />
{{gap}}মঙ্গল কর, নিরলস নিসংশয় কর হে। <br />
{{gap|4em}}অন্তর মম বিকশিত কর অন্তরতর হে।}}}}


যা নিচের মত দেখাবে:

অন্তর মম বিকশিত কর অন্তরতর হে।
 নির্ম্মল কর, উজ্জ্বল কর সুন্দর কর হে।
জাগ্রত কর, উদ্যত কর, নির্ভয় কর হে।
 মঙ্গল কর, নিরলস নিসংশয় কর হে।
 অন্তর মম বিকশিত কর অন্তরতর হে।

কবিতাকে কেন্দ্র বরাবর করা সম্পাদনা

টাইপসেটে অনেকসময়েই কবিতাগুলো পাতার মাঝখান বরাবর থাকে তবে সজ্জা বজায় থাকে৷ এটি “সাধারণ” ফরম্যাটিং দিয়ে অর্জন করা সহজ নয় ({{কেন্দ্র}} ব্যবহার করলে প্রতি লাইন আলাদাভাবে কেন্দ্র বরাবর সাজাবে). এক্ষেত্রে ব্যবহার করুন {{block center}} এতে পুরো কবিতা তার সজ্জাসহ পাতার মাঝ বরাবর চলে যাবে:

{{block center|অন্তর মম বিকশিত কর অন্তরতর হে।<br />
{{gap}}নির্ম্মল কর, উজ্জ্বল কর সুন্দর কর হে।<br />
জাগ্রত কর, উদ্যত কর, নির্ভয় কর হে।<br />
{{gap}}মঙ্গল কর, নিরলস নিসংশয় কর হে।<br />
{{gap}}অন্তর মম বিকশিত কর অন্তরতর হে।}}


যা নিচের মত দেখাবে:

অন্তর মম বিকশিত কর অন্তরতর হে।
 নির্ম্মল কর, উজ্জ্বল কর সুন্দর কর হে।
জাগ্রত কর, উদ্যত কর, নির্ভয় কর হে।
 মঙ্গল কর, নিরলস নিসংশয় কর হে।
 অন্তর মম বিকশিত কর অন্তরতর হে।

যদি আপনি ব্লক ফরম্যাটিং <poem> ট্যাগের সাথে করতে চান, তাহলে অবশ্যই <poem> ট্যাগগুলো ব্লক ফরম্যাটিং টেমপ্লেটের ভেতরে বসাতে হবে৷ যেমন:

{{Block center|
<poem>
অন্তর মম বিকশিত কর অন্তরতর হে।
:নির্ম্মল কর, উজ্জ্বল কর সুন্দর কর হে।
জাগ্রত কর, উদ্যত কর, নির্ভয় কর হে।
:মঙ্গল কর, নিরলস নিসংশয় কর হে।
:অন্তর মম বিকশিত কর অন্তরতর হে।
</poem>
}}


যা নিচের মত দেখাবে:

অন্তর মম বিকশিত কর অন্তরতর হে।
নির্ম্মল কর, উজ্জ্বল কর সুন্দর কর হে।
জাগ্রত কর, উদ্যত কর, নির্ভয় কর হে।
মঙ্গল কর, নিরলস নিসংশয় কর হে।
অন্তর মম বিকশিত কর অন্তরতর হে।

নোট:এই শৈলীর ফরম্যাটিং ভালো কাজ করবে না যখন পদ্যগুলো একাধিক পাতায় প্রকাশিত, কারণ এই ব্লকের দৈর্ঘ্য বিবেচিত হয় কবিতার দীর্ঘতম পঙ্ক্তির ভিত্তিতে (অথবা পাতার দৈর্ঘ্য নবে যদি লাইন ব্রেক হয়)৷ তবে একাধিক পাতা জুড়ে সজ্জা বজায় রাখতে চাইলে শুরু {{Block center/s}} দিয়ে এবং {{Block center/e}} শেষ করুন উপরে যেভাবে বিস্তারিত বলা আছে৷ এই টেমপ্লেটগুলো পাতা নেমস্পেসেও কাজ করবে, তবে (<noinclude></noinclude>) অন্তর্ভুক্ত নয়৷ নির্দেশিকার জন্য নথি দেখুন৷

CSS Style Formatting সম্পাদনা

This is often very useful when the poem is among text within a book, or when there is a centered title. Note that in this situation it can be useful to add CSS styling to the poem tag. For example smaller text would be coded:

  • <poem style="font-size:smaller">text text text</poem>
{{block center|<poem style="font-size:smaller">
অন্তর মম বিকশিত কর অন্তরতর হে।
:নির্ম্মল কর, উজ্জ্বল কর সুন্দর কর হে।
জাগ্রত কর, উদ্যত কর, নির্ভয় কর হে।
:মঙ্গল কর, নিরলস নিসংশয় কর হে।
:অন্তর মম বিকশিত কর অন্তরতর হে।
</poem>}}


যা নিচের মত দেখাবে:

অন্তর মম বিকশিত কর অন্তরতর হে।
নির্ম্মল কর, উজ্জ্বল কর সুন্দর কর হে।
জাগ্রত কর, উদ্যত কর, নির্ভয় কর হে।
মঙ্গল কর, নিরলস নিসংশয় কর হে।
অন্তর মম বিকশিত কর অন্তরতর হে।

For long works without numbered stanzas, it may be useful to add line numbers to the text for the convenience of those readers who wish to cite particular lines or passages. No single standard for this kind of markup has emerged on Wikisource yet. One method (used in Hellas for example) is to mark each fifth line in a small green font, to the right of the end of the line (so as not to interfere with the indentation). Each line number also includes an HTML anchor to facilitate direct linking — e.g. [[Hellas#line300]]. For example:

<poem>
…
If night is mute, yet the returning sun{{pline|295}}
Kindles the voices of the morning birds;
Nor at thy bidding less exultingly
Than birds rejoicing in the golden day,
The Anarchies of Africa unleash
Their tempest-winged cities of the sea,{{pline|300}}
To speak in thunder to the rebel world.
…
</poem>

যা নিচের মত দেখাবে:


If night is mute, yet the returning sun 295
Kindles the voices of the morning birds;
Nor at thy bidding less exultingly
Than birds rejoicing in the golden day,
The Anarchies of Africa unleash
Their tempest-winged cities of the sea, 300
To speak in thunder to the rebel world.

Note that the line numbers are a few spaces after the end of the line. The numbers can also be aligned to the left or right of the page (or block, if it is within one) by adding the r or l parameter to the {{pline}} template.

{{block left|<poem>
…
If night is mute, yet the returning sun{{pline|295|r}}
Kindles the voices of the morning birds;
Nor at thy bidding less exultingly
Than birds rejoicing in the golden day,
The Anarchies of Africa unleash
Their tempest-winged cities of the sea,{{pline|300|r}}
To speak in thunder to the rebel world.
…
</poem>}}


যা নিচের মত দেখাবে:


If night is mute, yet the returning sun 295
Kindles the voices of the morning birds;
Nor at thy bidding less exultingly
Than birds rejoicing in the golden day,
The Anarchies of Africa unleash
Their tempest-winged cities of the sea, 300
To speak in thunder to the rebel world.

mw:Extension:Poem