সাহায্য:চিত্র
উইকিসংকলনে কিভাবে চিত্র যোগ করবেন তা এই পাতায় জানতে পারবেন। মূলতঃ jpg, png, tiff এই তিন ফর্ম্যাটে চিত্র আপলোড করা হয়ে থাকে। কোন স্ক্যানের ভেতরে যদি কোন চিত্র থাকে, তবে তা সেই স্ক্যান থেকে আলাদা করে আপলোড করা হয়ে থাকে। (সাহায্য:আপলোড দেখুন।
আপলোড
সম্পাদনাচিত্র আপলোড করার সময় {{Information}} ব্যবহার করুন এবং উৎস হিসেবে মূল স্ক্যানের সঙ্গে লিঙ্ক করার জন্য {{Extracted from}} টেমপ্লেট ব্যবহার করুন।
ক্রপটুলের সাহায্যে আপলোড
সম্পাদনা- pdf ফর্ম্যাটে স্ক্যানের যে পাতায় চিত্র রয়েছে তা খুলুন।
- পার্শ্বপদণ্ডে সরঞ্জাম বিভাগে ক্রপটুল নামক সরঞ্জামের লিঙ্কে ক্লিক করুন। সরঞ্জামে লগ-ইন করা না থাকলে লগ-ইন করুন।
- পাতার যে অংশে চিত্র রয়েছে, শুধু সেই অংশ কেটে নিন এবং প্রাক-দর্শন করে সন্তুষ্ট হলে নতুন ফাইল হিসেবে আপলোড করুন। বিস্তারিত নির্দেশাবলী এই পাতায় পাবেন।
- এক্ষেত্রে আপলোডের সময় বর্ণনা ও লাইসেন্সের টেমপ্লেট এবং বিষয়শ্রেণী স্বয়ংক্রিয়ভাবে তৈরি হয়ে যায়, যা অনেক সময় পরিবর্তনের প্রয়োজন হয়।
ইন্টারনেট আর্কাইভ থেকে আপলোড
সম্পাদনাঅনেক সময় উইকিসংকলনে উপলব্ধ স্ক্যানের চেয়ে ভালো গুণমানের স্ক্যান ইন্টারনেট আর্কাইভে পাওয়া যায়। সেক্ষেত্রে ইন্টারনেট আর্কাইভের সেই স্ক্যানের প্রতিটি পাতার চিত্র jp2 বা jpg আকারে পাওয়া যায়, যা আপলোড করতে পারেন। প্রয়োজন হলে আপলোডের পর ছবি ক্রপটুলের সাহায্যে কেটে নতুন সংস্করণ হিসেবে আপলোড করতে পারেন।
ব্যবহার
সম্পাদনাউইকিসংকলনে স্ক্যানের যে পাতায় চিত্র রয়েছে তার মুদ্রণ সংশোধন করার সময় আপলোড করা চিত্রটি নিম্নলিখিত বিভিন্ন উপায়ে ব্যবহার করা হয়। মনে রাখতে হবে, স্ক্যানে ঠিক যে রকম রয়েছে, ঠিক সেই রকম ভাবে চিত্র যুক্ত করা প্রয়োজন।
বিবরণ | যা টাইপ করবেন | যা দেখতে পাবেন | ||
মধ্যে চিত্র | [[চিত্র:পূর্ব্ববঙ্গ গীতিকা (দ্বিতীয় খণ্ড দ্বিতীয় সংখ্যা) - দীনেশচন্দ্র সেন (page 150 crop).jpg|frameless|center]]
|
|||
একই উচ্চতায় পাশাপাশি দুইটি চিত্র | {{multiple image
| caption_align=center
| align=center
| total_width = 400
| image1 = পূর্ব্ববঙ্গ গীতিকা (দ্বিতীয় খণ্ড দ্বিতীয় সংখ্যা) - দীনেশচন্দ্র সেন (page 150 crop).jpg
| width1 = 3875
| height1 = 5595
| alt1 = মইষাল বন্ধু
| caption1 = মইষাল বন্ধু
| image2 = পূর্ব্ববঙ্গ গীতিকা (দ্বিতীয় খণ্ড দ্বিতীয় সংখ্যা) - দীনেশচন্দ্র সেন (page 238 crop).jpg
| width2 = 3860
| height2 = 5428
| alt2 = শান্তি
| caption2 = শান্তি
| footer = পূর্ববঙ্গ গীতিকা
| footer_align = center
}}
|
|||
লাইন ভেঙ্গে না গিয়ে ছবির সাথে দেখাবে | {{Img float
| above = বেড়াল
| file = সুকুমার রায় রচনাবলী-দ্বিতীয় খণ্ড ১২.png
| width = 200px
| align = right
| cap = রুমাল
}}
|
বেড়াল রুমালবেজায় গরম। গাছতলায় দিব্যি ছায়ার মধ্যে চুপচাপ শুয়ে আছি, তবু ঘেমে অস্থির। ঘাসের উপর রুমালটা ছিল, ঘাম মুছবার জন্য যেই সেটা তুলতে গিয়েছি অমনি রুমালটা বলল, ‘ম্যাও!’ কি আপদ! রুমালটা ম্যাও করে কেন? চেয়ে দেখি রুমাল তো আর রুমাল নেই, দিব্যি মোটা-সোটা লাল টক্টকে একটা বেড়াল গোঁফ ফুলিয়ে প্যাট্-প্যাট্ করে আমার দিকে তাকিয়ে আছে। আমি বললাম, ‘কি মুশকিল! ছিল রুমাল, হয়ে গেল একটা বেড়াল।’ অমনি বেড়ালটা বলে উঠল, ‘মুশকিল আবার কি? ছিল একটা ডিম, হয়ে গেল দিব্যি একটা প্যাঁক্পেঁকে হাঁস। এ তো হামেশাই হচ্ছে।’ আমি খানিক ভেবে বললাম, ‘তা হলে তোমায় এখন কি বলে ডাকব? তুমি তো সত্যিকারের বেড়াল নও, আসলে তুমি হচ্ছ রুমাল।’ বেড়াল বলল, ‘বেড়ালও বলতে পার, রুমালও বলতে পার, চন্দ্রবিন্দুও বলতে পার।’ | ||
ছবির মধ্যে লেখা | {{overfloat image
| image = [[চিত্র:আমার দেখা রাশিয়া প্রচ্ছদ.jpg|350px|center]]
| width = 350px
| item1 = {{c|{{xxx-larger|{{white|'''আমার'''<br>''দেখা''<br>'''রাশিয়া'''}}}}}}
| x1 = 130
| y1 = 150
}}
|
আমার | ||
স্ক্যানে ছবি রয়েছে কিন্তু মুদ্রণ সংশোধনের সময় ছবির ব্যবস্থা না করতে পারলে | {{missing image}}
|
|