উইকিসংকলনে কাজ করতে গেলে বাংলা টাইপ করার দক্ষতা থাকা অত্যন্ত প্রয়োজনীয়। সঠিক ও নিঁখুত ভাবে বাংলা টাইপ করতে পারলে মুদ্রণ সংশোধন নিখুঁতভাবে করা সম্ভব হয়। বাংলা টাইপ করার একাধিক উপায় আছে, কিন্তু তার মধ্যে মাত্র সেই কয়েকটি পথই এই পাতায় দেখানো হবে, যা অত্যন্ত সহজে ব্যবহার করা যায়।
অভ্র একটি মুক্ত সফটওয়্যার কিবোর্ড। এটি ময়মনসিংহ মেডিক্যাল কলেজের চিকিৎসাবিদ্যার ছাত্র মেহেদি হাসান খান তৈরি করেন। মুক্ত সফটওয়্যার হওয়ার কারণে এই কিবোর্ড ব্যবহার করার জন্য আইনতঃ কোন বাধা নেই। আপনি আপনার কম্পিউটারে এই কিবোর্ড ইনস্টল করতে চাইলে এই ওয়েবসাইটে যান। উইণ্ডোজ, আইওস বা লিনাক্স যে কোন ধরণের অপারেটিং সিস্টেমে এই কিবোর্ড ইনস্টল করা যাবে।
ফোনেটিক লেআউট থাকার কারণে এই কিবোর্ডের সাহায্যে রোমান লিপিতে টাইপ করলে তা ধ্বনির মিল অনুসারে বাংলায় রূপান্তরিত করে দেয়, যেমন b টাইপ করলে ব আসে অথবা k টাইপ করলে ক আসে। তাই খুব সহজেই এই কিবোর্ডের ব্যবহার শেখা যায়। নীচে সম্পূর্ণ লেআউট দেওয়া হল।
কিছু পুরাতন বাংলা বর্ণ ও চিহ্ন আছে যা অভ্র কিবোর্ড ব্যবহার করে টাইপ করা যায় না। যেমন: ৲ ৻ ৴ ৵ ৶ ৷ ৸ ৹ ৺ ॥ ঀ, কিন্তু এই সব চিহ্নগুলি বিভিন্ন বাংলা বইয়ে প্রায়ই দেখা যায়। এই বর্ণ বা চিহ্নগুলি টাইপ করতে গেলে উইকিসংকলনে অন্য পন্থা অবলম্বন করতে হয়। নীচের ভিডিওতে তা দেখানো হল।