সিরাজদ্দৌলা (নাটক)/পঞ্চম অঙ্ক/পঞ্চম গর্ভাঙ্ক

পঞ্চম গর্ভাঙ্ক

মুর্শিদাবাদ—সুসজ্জিত রাজপথ

নাগরিকগণ

গীত

উড়েছে কোম্পানীর নিশান।
বাহাদুর কলির ঠাকুর, ভুবন কাঁপায় যার কামান॥
ভারি দব্‌দবা এবার, জুলুম চলবে না আর কার,
বর্গি মগ হলো পগার পার;—
সামনে এদের খাড়া হবে, দুনিয়াতে কার এমন জান॥
থাক্‌বে না ডাকাতি কুকি, আঁধার রাতে চোরে উঁকি,
থাক্‌বে না আর কুল নারীর মানের দায়ে লুকোলুকি;
এরা রাজার রাজা পালবে প্রজা, ছোট বড় এক সমান॥

প্রস্থান
ক্লাইব ও ওরাল্‌সের প্রবেশ
ক্লাইব। Come to the palace with a few chosen men, I smell treachery.
কূট। They are ready Colonel!
উমিচাঁদের প্রবেশ
ক্লাইব। এ কে উমিচাঁদবাবু। বড় আপ্যায়িত হইলাম। আপনি কি নিমিত্ত হেথায় আসিয়াছেন?
উমি। সাহেব, আজিই ত সব দেনা-পাওনা হবে। আপনাদের দাবি চুকিয়ে নেবেন, সেই সঙ্গে আমার সন্ধির টাকাটা আদায় ক’রে দেবেন।
ক্লাইব। যেরূপ সন্ধিপত্রে আছে, সেইরূপ কার্য্যই হইবে।
উমি। আমার ত্রিশলক্ষ টাকা, আর জহরতের সিকি। উকীল সাহেব জানেন।
ক্লাইব। ষাট লক্ষ টাকা হইলেও পাইবেন, সন্ধিতে যাহা লিখিত হইয়াছে, তাহাই পাইবেন। আসুন—দরবারে চলুন।
উমি। (স্বগত) ষাট লক্ষ টাকা লিখিয়ে নিলেই হতো! বড় চুক গিয়েছে, বড় চুক গিয়েছে!
সকলের প্রস্থান