সুকান্ত সমগ্র/অপ্রচলিত রচনা

অপ্রচলিত রচনা

অপ্রচলিত রচনা : পরিচিতি

 ১। 'ক্ষুধা’ গল্পটি ২রা এপ্রিল ১৯৪৩-এর অরণি পত্রিকায় প্রকাশিত হয়েছে। অরুণাচলকে লেখা ২৭শে চৈত্র ১৩৪৯ তারিখের চিঠিতে এই গল্পটির উল্লেখ করেছেন সুকান্ত।

 ২। 'দুর্বোধ্য' গল্পটি ২৮শে মে ১৯৪৩-এর অরণি পত্রিকায় চিত্র-গল্প হিসাবে প্রকাশিত হয়েছে।

 ৩। 'ভদ্রলোক’ গল্পটিও অরণিতে ১৪ই ফ্রেব্রুয়ারী ১৯৪৭ সালে প্রকাশিত হয়েছে।

 ৪। 'দরদী কিশোর' গল্পটি সাপ্তাহিক জনযুদ্ধ পত্রিকায় কিশোর বিভাগে ২৮শে এপ্রিল ১৯৪৩ সালে প্রকাশিত হয়।

 ৫। ‘কিশোরের স্বপ্ন’ গল্পটি জনযুদ্ধের কিশোর বিভাগে ৬ই অক্টোবর ১৯৪৩ সালে প্রকাশিত হয়। জনযুদ্ধে প্রকাশিত গল্প দুটি শ্রীসুধী প্রধানের সহায়তায় সংগৃহীত।

 ৬। 'ছন্দ ও আবৃত্তি' প্রবন্ধটি ২৫শে ফেব্রুয়ারী ১৯৪৪-এর অরণিতে প্রকাশিত হয়েছে।

 ৭। গানটির রচনাকাল আনুমানিক ১৯৪০। এটি ‘সূর্য-প্রণাম’-এর সমকালীন একটি অসম্পূর্ণ গীতিকাব্যের প্রথমাংশ বলে মনে হয়।

 ৮। এই গানটি শ্রীবিমল ভট্টাচার্য তাঁর স্মৃতি থেকে উদ্ধার করে দিয়েছেন। গানটি গীতিগুচ্ছের গানগুলির সমকালীন বলে মনে হয়।

 ৯। সেপ্টেম্বর ১৯৪২-এ প্রকাশিত ‘জনযুদ্ধের গান' সংকলন গ্রন্থটি থেকে এই গাগটি সংগৃহীত।

 ১০। গানটি মাসিক বসুমতী, আশ্বিন ১৩৬৩-তে প্রকাশিত হয়েছে। পাণ্ডুলিপিও পাওয়া গেছে। রচনাকাল আনুমানিক ১৯৪৩-৪৪ সাল।

 ১১। গানটির রচনাকাল ১৯শে জুলাই ১৯৪৪ সাল। ১২-১৩। 'ভবিষ্যতে’ ও ‘সুচিকিৎসা'—এই ছড়া দুটি শ্রীভূপেন্দ্রনাথ ভট্টাচার্যের লেখা সুকান্ত-প্রসঙ্গ’, ‘শারদীয়া বসুমতী', ১৩৫৪-থেকে সংগৃহীত। পাণ্ডুলিপি পাওয়া যায় নি! এগুলি ১৯৪০-এর আগের লেখা বলে অনুমিত।

 
গল্প:
  ৩৫৩
  ৩৬৫
  ৩৬৯
  ৩৭৩
  ৩৭৬
 
প্রবন্ধ:
  ৩৮০
 
গান:
  ৩৮৪
 
 ··· 
৩৮৫
  ৩৮৬
 
 ··· 
৩৮৬
 
 ··· 
৩৮৭

 
কবিতা:
  ৩৮৮
  ৩৮৯
  ৩৮৯
  ৩৯০
  ৩৯১
  ৩৯২
  ৩৯৩
  ৩৯৪
  ৩৯৭
 
 ··· 
৩৯৮
  ৩৯৯
  ৪০০
 
 ··· 
৪০১
  ৪০২
  ৪০৩
  ৪০৫