সুকান্ত সমগ্র/গীতিগুচ্ছ/৫

দাঁড়াও ক্ষণিক পথিক হে
যেয়ো না চলে,
অরুণ-আলো কে যে দেবে
যাও গো বলে।
ফেরো তুমি যাবার বেলা,
সাঁঝ আকাশে রঙের মেলা
দেখেছ কী কেমন ক’রে।
আগুন হয়ে উঠল জ্বলে।
পূব গগনের পানে বারেক তাকাও,
বিরহেরই ছবি কেন আঁকাও?
আঁধার যেন প্লাবন সম আসছে বেগে
শেষ হয়ে যাক তারা তোমার
ছোঁয়াচ লেগে।
থামো ওগো, যেয়ো না হয়।
সময় হলে॥