সুকান্ত সমগ্র/পূর্বাভাস/নিবৃত্তির পূর্বে

নিবৃত্তির পূর্বে
দুর্বল পৃথিবী কাঁদে জটিল বিকারে,
মৃত্যুহীন ধমনীর জ্বলন্ত প্রলাপ;
অবরুদ্ধ বক্ষে তার উন্মাদ তড়িৎ:
নিত্য দেখে বিভীষিকা পূর্ব অভিশাপ।


ভয়ার্ত শোণিত-চক্ষে নামে কালোছায়া,
রক্তাক্ত ঝটিকা আনে মূর্ত শিহরণ—
দিক্প্রান্তে শোকাতুরা হাসে ক্র‌ুর হাসি;
রোগগ্রস্ত সন্তানের অদ্ভ‌ুত মরণ।


দৃষ্টিহীন আকাশের নিষ্ঠ‌ুর সান্ত্বনা
ধূ-ধু করে চেরাপুঞ্জি—সহিষ্ণু হৃদয়।
ক্লান্তিহারা পথিকের অরণ্য ক্রন্দন;
নিশীথে প্রেতের বুকে জাগে মৃত্যুভয়॥