সুকুমার সমগ্র রচনাবলী (প্রথম খণ্ড)/আবোল তাবোল/ফস্কে গেল
পুণ্যলতা চক্রবর্তী, কল্যাণী কার্লেকর সম্পাদিত
(পৃ. ৬৩)
(পৃ. ৬৩)
ফস্কে গেল
দেখ্ বাবাজি দেখ্বি নাকি দেখ্ রে খেলা দেখ্ চালাকি,
ভোজের বাজি ভেল্কি ফাঁকি পড়্ পড়্ পড়্ পড়্বি পাখি—ধপ্!
লাফ দিয়ে তাই তালটি ঠুকে তাক্ ক’রে যাই তীর ধনুকে,
ছাড়ব সটান উর্ধ্বমুখে হুশ ক’রে তোর লাগ্বে বুকে—খপ্!
গুড়্ গুড়্ গুড়্ গুড়িয়ে হামা খাপ্ পেতেছেন গোষ্ঠমামা,
এগিয়ে আছেন বাগিয়ে ধামা, এইবারে বাণ চিড়িয়া নামা—চট্!
ঐ যা! গেল ফস্কে ফেঁসে— হেঁই মামা তুই ক্ষেপ্লি শেষে?
ঘ্যাঁচ ক’রে তোর পাঁজর ঘেঁষে লাগ্ল কি বাণ ছট্কে এসে—ফট্?