সুকুমার সমগ্র রচনাবলী (প্রথম খণ্ড)/বিবিধ কবিতা/আলোছায়া

পুণ্যলতা চক্রবর্তী, কল্যাণী কার্লেকর সম্পাদিত
(পৃ. ১৭৪)

আলো ছায়া

হোক না কেন যতই কালো,
এমন ছায়া নাই রে নাই—
লাগলে পরে রোদের আলো।
পালায় না যে আপনি ভাই!
শুষ্ক মুখে আঁধার ধোঁয়া
কঠিন হেন কোথায় বল,
লাগলে যাতে হাসির ছোঁয়া
আপনি গলে হয় না জল?

সন্দেশ-১৩২৭