সুকুমার সমগ্র রচনাবলী (প্রথম খণ্ড)/বিবিধ কবিতা/বিচার
পুণ্যলতা চক্রবর্তী, কল্যাণী কার্লেকর সম্পাদিত
(পৃ. ১৫৮)
(পৃ. ১৫৮)
বিচার
ইঁদুর দেখে মামদো কুকুর বল্লে তেড়ে হেঁকে—
“বলবো কি আর, বড়ই খুশি হলেম তোরে দেখে।
আজকে আমার কাজ কিছু নেই, সময় আছে মেলা,
আয় না খেলি দুইজনাতে মোকদ্দমার খেলা।
তুই হবি চোর, তোর নামেতে করব নালিশ রুজু"—
“জজ কে হবে?” বল্লে ইঁদুর, বিষম ভয়ে জুজু।
“কোথায় উকিল, প্যায়দা, পুলিশ, বিচার কিসে হবে?”
মামদো বলে, “তাও জানিস নে? শোন বলে দিই তবে।
আমিই হব উকিল, হাকিম, আমিই হব জুরি,
কান ধরে তোর বলবো, ‘ব্যাটা, ফের করেছিস চুরি?'
সটান দেব ফাঁসির হুকুম অমনি একেবারে—
বুঝবি তখন চোর বাছাধন বিচার বলে কারে!”
সন্দেশ—১৩২৮