বুদ্ধির আকাশ যবে সত্যে সমুজ্জ্বল,প্রেমরসে অভিষিক্ত হৃদয়ের ভূমি— জীবনতরুতে ফলে কল্যাণের ফল,মাধুরীর পুষ্পগুচ্ছে উঠে সে কুসুমি।