মিছে ডাক'–মন বলে, আজ না—গেল উৎসবরাতি,ম্লান হয়ে এল বাতি, বাজিল বিসর্জন-বাজনা।সংসারে যা দেবারমিটিয়ে দিমু এবার, চুকিয়ে দিয়েছি তার খাজনা।শেষ আলো, শেষ গান,জগতের শেষ দান নিয়ে যাব—আজ কোনো কাজ না।বাজিল বিসর্জন-বাজনা।