চলার পথের যত বাধাপথবিপথের যত ধাঁধা পদে পদে ফিরে ফিরে মারে,পথের বীণার তারে তারেতারি টানে সুর হয় বাঁধা। রচে যদি দুঃখের ছন্দদুঃখের-অতীত আনন্দতবেই রাগিণী হবে সাধা।