হাজার বছরের পুরাণ বাঙ্গালা ভাষায় বৌদ্ধগান ও দোহা (১৯১৬)/চর্য্যাচর্য্য-বিনিশ্চয়/৬

রাগ পটমঞ্জরী

ভুসুকুপাদানাম্।  কাহৈরি ঘিনি মেলি অচ্ছহু কীস।
বেটিল হাক পড়অ চৌদীস॥ ধ্রু॥
অপণা মাংসেঁ হরিণা বৈরী।
খনহ ন ছাড়অ ভুকুঅ হেরি॥ ধ্রু॥
তিণ ন চ্ছুপই হরিণা পিবই ন পাণী।
হরিণা হরিণির নিলঅ ণ জাণী॥ ধ্রু॥
হরিণী বোলঅ হরিণা সুণ হরিআ তো।
এ বণ চ্ছাড়ী হোহু ভান্তো॥ ধ্রু॥

তরঙ্গন্তে হরিণার খূর ন দীসঅ।
ভুসুকু ভণই মূঢ়া হিঅ হি ণ পইসঈ॥ ধ্রু॥

 তমেবার্থং পরার্থায় করুণান্দোলিতচিত্তেন ভুসুকুপাদো হরিণাশব্দসন্ধ্যাভাষয়া কথয়তি—

 কাহেরে[১]ত্যাদি। অনাদিকালমাদায়াসংপ্রজন্যদোষেণ মৃত্যুমারবিষাবেষ্টিতঃ সন্‌ মারমা[ে]রতি হাকং মম চিত্তহরিণেন শ্রুতং। ইদানীং গুরুচরণরেণুপ্রভাবাৎ তং বিহায় সর্ব্বধর্ম্মানুলম্ভতয়া গ্রাহ্যগ্রাহকাভাবত্বাৎ কাপি গৃহী[১১ক]ত্বা মুক্ত্বা স্থিতোঽহম্‌।

 ধ্রুবপদেন দৃ[ঢ়]যতি—

 অপণেত্যাদি অত এবং স্বয়ং কৃতাবিদ্যামাৎসর্য্যদোষেণ চাঞ্চল্যতয়া পু[ন]ঃ স এব চিত্তহরিণঃ (ণাঃ) সর্ব্বেষাং বদ্ধবৈরী। ক্ষণমপি চিত্তং চিত্তহরিণং বিহায় ভুসুক্কুপাদাঽখেটিকঃ। সদ্গুরুবচনবাণেনান্যং প্রহরতি। তমেবমিতি।

 তথাচ বোধিচর্য্যাবতারে

ইমং চর্ম্মপুটং তাবৎ স্ববুদ্ধ্যৈব পৃথক্ কুরু
অস্থিপঞ্জরতো মাংসং প্রজ্ঞাশস্ত্রেণ মোচয়॥
অস্থীন্যপি পৃথক্ কৃত্বা পশ্য[২]জ্ঞানমনন্ততঃ
কিমত্র সার[৩]মস্তীতি স্বয়মেব বিচারয়॥

 চিত্তহরিণস্য নিঃসংশয়ং প্রতিপাদনায় আহ—

 তিণ ন খণ্ডই[৪] ইত্যাদি। যথা বাহ্যৈর্মৃগৈঃ তৃণচ্ছেদনির্ঝরপানং ক্রিয়তে তদ্বৎ চিত্তহরিণন্ন করোতি। বিশিষ্য বিচারস্বরূপেণ তয়োঃ চিত্তপবনয়োঃ নিলয়ং নিবাস ইন্দ্রিয়দ্বারেণ নাবগম্যতে।

 তথাচ কৃষ্ণাচার্য্যপাদৈরভিহিতং দোহাকোষে

বরগিরিশিহর উতুঙ্গ থলি শব[১২]রেহিং কিঅবাস।
নৌ লংঘিয় পঞ্চাননৌহং করিবর দূরি নিবাস॥

 তৃতীয়পদেন কায়পবনবিষয়পল্লবোপসংহারমাহ—

 হরিণীত্যাদি। বিষপানভবগ্রহান্‌ (ণ) হরতি খণ্ডয়তি। হরিণীতি সন্ধ্যাভাষয়া সৈব জ্ঞানমুদ্রা নৈরাত্মা ভাবকস্যাভ্যাসপ্রকর্ষবশাৎ আশ্বাসং ভো চিত্তহরিণ[৫] অস্য কায়বনস্য কায়গ্রহং বিহায় ষন্মহাসুখকমল[৬]বনং গত্বা বিভ্রান্তিবিকল্পৈশ্চচার(রঃ)।

 তথাচ সহজসম্বরে

সর্ব্বব্যাপি নিরাভাষি করুণৈকরসং মনঃ।
আলিঙ্গতি ঝটিত্যেষা বৃষস্যন্তী চ শূন্যতা॥

 চতুর্থপদেনাধিমাত্রাধিমাত্রস্যানুশংসামাহ—

 তরংগতে[৭] হরিণা ইত্যাদি। সহজজ্ঞানাববোধেন যোগিনস্তস্য স্বচিত্তহরিণস্যাবয়বাদি—বিকল্পং ন কল্পয়ন্তি[৮]। যেঽপি বহিঃশাস্ত্রাগমাভিমানিনঃ পণ্ডিতাস্তে[৯]ঽপ্যস্মিন্‌ ধর্ম্মে সংমূঢ়া দূরতরাঃ। ভুসুকুপাদসিদ্ধাচার্য্যো হি বদতি তেষাং হৃদয়ে কিঞ্চিৎ তত্বোন্মীলি(ল)তমাত্রং ন ভবতীতি। যদুক্তং [১২ক] ভগবতা চতুর্দেবীপরিপৃচ্ছামহাযোগতন্ত্রে

চতুরাশীতিসাহস্রং ধর্ম্মস্কন্ধে মুনেঃ + +।
তত্ত্বং যে ন [হি] জানন্তি তে সর্ব্বে(র্ব্ব) নিষ্ফলায় বৈ॥ ৬॥

  1. গানে কাহৈরি; টীকায় কাহেরেত্যাদি।
  2. পুথি, পশ্যম।
  3. পুথি, সারে।
  4. গানে চ্ছুপই; টীকায় খণ্ডই।
  5. পুথি কাটিয়া উপরে তোলা আছে চিত্তহরিণ।
  6. পুথি, কমলবলবনং।
  7. গানে তরঙ্গন্তে; টীকায় তরং গতে।
  8. পুথি, কল্পয়তি।
  9. পুথি, পণ্ডিতাতে।