হারামণি/১১
< হারামণি
মুহম্মদ মনসুর উদ্দিন সম্পাদিত
(পৃ. ৪১)
(পৃ. ৪১)
১১
শুদ্ধ প্রেম-রাগে থাক্রে অবোধ মন।
নিভাইয়া মদন জ্বালা
ওহি পথে কর মন খেলা,
উভয় নিহার উর্দ্ধ তালা
প্রেমেরই লক্ষণ।
একটা সাপের দুইটী ফণী,
দুই মুখে কামড়ালেন তিনি।
প্রেম বাণে বিক্রমে
তার সনে দাও রণ।
মহারস যার হৃদ্ কমলে
প্রেম আশ্রম নাওরে খূলে,
আত্মা সামাল সেই রণ কালে,
কয় ফকির লালন।