হারামণি/৩৮
< হারামণি
মুহম্মদ মনসুর উদ্দিন সম্পাদিত
(পৃ. ৬০)
(পৃ. ৬০)
৩৮
মন লও রে গুরুর উপদেশ
জানতে পার সহজে।
পাঁচ মশলা যোগ করিয়ে লাগাইয়াছে অন্ধাবেশ
মারুল পাড়া সবাই জোড়া (?)
ছানি চাম্বা কাগজে,
জানতে পার সহজে।
চন্দ্র সূর্য্য গ্রহ যত আদি অন্ত তার কাছে,
মহাসাগর করিয়া লয়া পদ্মপাতে বসিয়াছে।
অধীন শ্রীনাথ বলে ভুলিয়াছি মায়াপাশে,
মায়া-বন্ধন হবে ছেদন গুরু যদি পরশে,
জান্তে পার সহজে।