একাধিক লেখক
মুহম্মদ মনসুর উদ্দিন সম্পাদিত
(পৃ. ৬৫-৬৬)
◄  ৪৫
৪৭  ►

৪৬

অনুরাগী রসিক যারা বাচ্ছে তারা উজান ‘বাঁকে’
যখন নদীর “হুমা” ডাকে জাগায় তরীর ফাঁকে ফাঁকে।
যখন নদী নিরলেতে বয়,
ওরে দাড়ী মাল্লা ছয়জনাতে ডেকে ডেকে কয়,

ওরে ছেড়োনারে সাধের তরণী, “দোয়ানীতে”
“পাক” পড়েছে।
মন পবন বাতাস উঠেবেরে যেদিন
ছয় মাসের পথ বয়ে আমরা যাবরে একদিন।
জয় রাধার নামে বাদাম দিয়ে হাল-মাচার পর থাকিব বসে।
পঞ্চরসের ধ্যান যে করে,
“আড়ে” নদী দ্যায়না পাড়ি, “দিক্‌পাড়ি” ধরে।
জয়রাধা নামের বাঁধাতরী, তার তরী কি পাকে পড়ে।
গোঁসাই নিত্যানন্দ কয় মধুর স্বরে,
গুরু মুখ পদ্ম বাক্য ঐক্য না হলে,
(পড়বিরে তুই বিষম ফেরে।)
গোঁসাই হীরালাল কয় গঙ্গাধররে তোর
তরীর কি গোমর আছে?