হারামণি/৭৪
< হারামণি
মুহম্মদ মনসুর উদ্দিন সম্পাদিত
(পৃ. ১১০-১১১)
(পৃ. ১১০-১১১)
(৭৪)
ওরে আবাধের মন রে!
ও মন ছাড় বৈভবের মায়া রে।
একায় এসেছ ভবে
একায় মন তোক যেতে হবে রে,
মন, ছাড় বৈভবের মায়া রে।
স্ত্রী-পুত্র বান্ধব যত
কেহই নয় মন তোর অনুগতরে,
তার সঙ্গে কেউ তো যবেনা রে,
তা’রা ম’লে করবে দু’দিন শোক রে;
ওরে অবোধের মন রে!