হারামণি/৮৮
< হারামণি
মুহম্মদ মনসুর উদ্দিন সম্পাদিত
(পৃ. ১১৯-১২০)
(পৃ. ১১৯-১২০)
৮৮
ধুয়া গান
আন্কা ধুয়া বেঁধে গাওয়া
আরে ও আমার শক্তি নাই।
চুল পাকে দাঁত পড়ে গেছে
কোন দিন মরে যাই।
হায়রে হায় বসে ভাবছি তাই।
চোতের শেষে বৈশাখ মাসে
ম’ল সোদ্দের ভাই,
ওরে ও ভাই বলিতে
আরে ও আমার লক্ষ্য নাই।
ভাইএর কথা হৃদয় গাঁথা
আরে ও সদাই হয় মনে,
দিবানিশি বসে কাঁদি
বিচ্ছাদ আগুনে।
ইচছা হয় মনে
যাই ভাই অন্বেষণে।
যার মরেছে সোদ্দর ভাইরে
সে কেবল জানে
অন্য লোকে জানবে কেমনে।
পাছে আ’লি আগে গেলি
আরে ও আমারে ফেলে,
শিশু ছেলে রোদন করে
বাপজী বাপজী বলে।
তোরে না দেখলে
প্রাণ যায় জ্বলে।
তুমি বিনে এত দুঃখ আমার কপালে।
কোলে আয়রে মিঞাভাই বলে।