হারামণি/৯
< হারামণি
মুহম্মদ মনসুর উদ্দিন সম্পাদিত
(পৃ. ৩৯-৪০)
(পৃ. ৩৯-৪০)
৯
আয় গো যাই “নবীর দীনে”।[১]
দীনের ডঙ্কা সদা বাজে মক্কা মদিনে।
অমূল্য দোকান খুলেছে নবি,
যে ধন চা’বি সে ধন পাবি;
সে বিনা কড়ির ধন,
সেধে দেয় এখন,
না লইলে আখেরে পস্তাবি মনে।
তরীক[২] দিচ্ছে নবিজী জাহের বাতনে[৩]
যেথা যোগা লোক জেনে।
সে রোজা আর নামাজ,
ব্যক্ত এহি কাজ,
গুপ্ত পথ মেলে ভক্তির সন্ধানে।
- ↑ হজরত মোহাম্মদ মুস্তফার প্রবর্ত্তিত ধর্ম্মে।
- ↑ পথ, ইসলাম ধর্ম্মে সাধনার পথ চারিটী—শরিয়ত, তরিকত, হকিকত ও মারেফাৎ।
- ↑ ব্যক্ত ও অব্যক্ত—আধ্যাত্মিককে বাতন পথ কহে, ইহা মারেফাতের অন্তর্গত। জাহের শরিয়তের অন্তর্গত।
- ↑ হজরত আবুবকর (রাঃ) হজরত আলী (কেঃ) হজরত ওসমান (রাঃ) ও হজরত ওমর (রাঃ)।
- ↑ মুসলমানধর্ম্মে চারিটী মজহাব (ধর্ম্মমত) আছে। হানিফী, হাম্বলী, শাফি, মালেকী।