হিতদীপ/কাল
< হিতদীপ
(পৃ. ১৯)
কাল।
অধম সে, যেই বৃথা কাটায় সময়,
মধ্যম-বাসনা—কাল আরো কিছু রয়,
উত্তম তাহারে বলি, যেই মহাজন
সাধয়ে শকতি মত কৃতি অনুক্ষণ।
তাই বলি শিশুগণ! সদা একমনে
আপন করম সাধ, পরম যতনে।
নতুবা, বিগত কালে পাবে না কখন
অযুত অযুত ধন করি বিতরণ।