হিতদীপ/দুষ্ক্রিয়াকারী জ্ঞানী
< হিতদীপ
(পৃ. ১৫-১৬)
দুষ্ক্রিয়াকারী জ্ঞানী।
যে জন অজ্ঞান-তমো-মলিন-হৃদয়,
নিজ করণীয় কিছু জ্ঞাত সেই নয়,
এ হেতু ক্ষমার যোগ্য, অযোগ্য সে জন,
বাতুলে অতুল দোষ কে ধরে কখন?
কিন্তু যে লভেছে বহু জ্ঞান-উপদেশ,
বিস্তর পুস্তক ছিঁড়ি পাকিয়েছে কেশ,
সে জন না করে যদি সাধু পথে গতি,
তা হতে কি আছে ভবে পামর দুর্ম্মতি?
নিন্দার ভাজন সেই ঘৃণার আধার,
সুকৃতি বিহনে তার জ্ঞান হয় ভার,
পুরোগামী দীপধারী সমান যে জন,
অপরে দেখায় পথ, না দেখে আপন।