১৯০৫ সালে বাংলা/শ্রীমতী সরোজিনী বসুর পত্র
(পৃ. ১১৮--)
শ্রীমতী সরোজিনী বসুর পত্র।
বন্দে মাতরম্।
পূজ্যপাদ—শ্রীযুক্ত অশ্বিনীকুমার দত্ত
মহাশয় শ্রীশ্রীচরণ কমলেষু—
শুনিয়া অতিশয় আহ্লাদিত হইয়াছি যে আমার ক্ষুদ্র দান গৃহীত হইয়াছে। খোকামণিকে দিয়া ডাইন হাতের বালা পাঠাইয়া প্রতিজ্ঞা করিলাম যে, যে পর্য্যন্ত “বন্দেমাতরম্” বলা নিষেধী সার্কুলার রহিত না হইবে সেই পর্য্যন্ত ঐ হাতে সোণার বালা পরিব না। বন্দে মাতরম্।
সেবিকা—
শ্রীসরোজিনী বসু।