অনুবাদ:ভারতের সংবিধান (মূল হস্তলিখিত ও অলঙ্কৃত রূপ)/দ্বিতীয় অংশ

ভারতের সংবিধান  (১৯৪৯) 
ভারতের সংবিধান সভা, ইংরেজি থেকে অনুবাদ করেছেন উইকিসংকলন
দ্বিতীয় অংশ

দ্বিতীয় অংশ
নাগরিকতা

৫. এই সংবিধানের সূচনাকালে ভারতের এলাকায় বসবাসকারী যে কোন ব্যক্তি এবং —

(ক) যিনি ভারতের এলাকায় জন্মিয়াছেন; অথবা
(খ) যাঁহার পিতা বা মাতা ভারতের এলাকায় জন্মিয়াছিলেন; অথবা
(গ) যিনি এই সূচনাকালের অন্ততঃ পঞ্চ বৎসর পূর্ব হইতে সাধারণভাবে ভারতের এলাকার বাসিন্দা,

ভারতের নাগরিক হইবেন৷

৬. ধারা ৫-এ যাহাই থাকুক না কেন, বর্তমানে পাকিস্তানভুক্ত এলাকা হইতে ভারতের এলাকায় অভিবাসনকারী কোন ব্যক্তি সংবিধানের সূচনাকালে ভারতের নাগরিক বলিয়া গণ্য হইবেন যদি —

(ক) ভারতশাসন আইন, ১৯৩৫ (শুরুতে যেমনটি ছিল)-এর সংজ্ঞানুযায়ী তিনি বা তাঁহার মাতা বা পিতা বা তাঁহাদের মাতাপিতার যে কেহ ভারতে জন্মিয়া থাকেন; তথা

(খ) (অ) ১৯৪৮-এর ঊনবিংশ দিবসের পূর্বে ভারতে অভিবাসিত হইয়া থাকিলে তদনন্তর সাধারণভাবে ভারতের এলাকায় বসবাস করিয়া থাকেন, অথবা

(আ) ১৯৪৮-এর ঊনবিংশ দিবসে বা তাহার পরে ভারতে অভিবাসিত হইয়া থাকিলে ভারতীয় অধিরাজ্যের সরকার-নির্দেশিত

সংবিধানের সূচনাকালে নাগরিকতা৷

পাকিস্তান হইতে ভারতে অভিবাসিত ব্যক্তিবর্গের নাগরিকতার অধিকার৷

রূপ ও রীতিতে এই সংবিধানের সূচনাপূর্বে দরখাস্ত করার ফলস্বরূপ ঐ সরকার-নিযুক্ত সংশ্লিষ্ট বিষয়ক কোন আধিকারিক কর্তৃক ভারতের নাগরিকরূপে নথীভুক্ত হইয়া থাকেন:

অবশ্য যদি দরখাস্তের অব্যবহিত পূর্বে তিনি অন্ততঃ ছয় মাস ভারতের এলাকায় বাস করিয়া থাকেন৷

৭. ধারা ৫ ও ৬-এ যাহাই থাকুক না কেন, কোন ব্যক্তি মার্চ, ১৯৪৭-এর প্রথম দিবসের পরে ভারতের এলাকা হইতে অধুনা পাকিস্তানভুক্ত এলাকায় অভিবাসন করিয়া থাকিলে ভারতের নাগরিকরূপে গণ্য হইবেন না:

যদিনা তিনি অধুনা পাকিস্তানভুক্ত এলাকায় অভিবাসন করার পর বিধি-অনুসারে প্রদত্ত পুনর্বাসন বা স্থায়ী প্রত্যাবর্তনের অনুমোদন-ক্রমে ভারতের এলাকায় প্রত্যাগমন করিয়া থাকেন; এরূপ সকল ব্যক্তি ধারা ৬-এর খ উপধারা অনুসারে জুলাই, ১৯৪৮-এর ঊনবিংশ দিবসের পরে ভারতের এলাকায় অভিবাসন করিয়াছেন বলিয়া গণ্য করা হইবে৷

৮. ধারা ৫-এ যাহাই থাকুক না কেন, ভারতশাসন আইন, ১৯৩৫ (শুরুতে যেমনটি ছিল)-এর সংজ্ঞানুযায়ী যদি কোন ব্যক্তি বা তাঁহার মাতা বা পিতা বা তাঁহাদের মাতাপিতার যে কেহ ভারতে জন্মিয়া থাকেন এবং তিনি সংজ্ঞানুযায়ী সাধারণভাবে বিদেশে বসবাস করিয়া থাকেন, তবে, এই সংবিধানের সূচনার পূর্বে বা পরে, ভারতীয় অধিরাজ্য বা ভারত রাষ্ট্রের সরকার-নির্দেশিত রূপ ও রীতিতে দরখাস্তপূর্বক বসবাসের দেশে ভারতের কূটনৈতিক বা কনসুলার প্রতিনিধি কর্তৃক ভারতের নাগরিকরূপে নথীবদ্ধ হইয়া থাকিলে ভারতের নাগরিকরূপে গণ্য হইবেন৷

৯. স্বেচ্ছায় কোন বৈদেশিক রাষ্ট্রের নাগরিকতা গ্রহণ করিয়া থাকিলে কোন ব্যক্তিই ধারা ৫-ক্রমে ভারতের নাগরিক হইবেন না বা ধারা ৬ ও ৮-ক্রমে ভারতের নাগরিক বলিয়া গণ্য হইবেন না৷

পাকিস্তানে অভিবাসনকারীদের নাগরিকতার অধিকার৷

বিদেশে বসবাসকারী ভারতীয় মূলোদ্ভূতদের নাগরিকতার অধিকার৷

স্বেচ্ছায় বৈদেশিক নাগরিকতা গ্রহণকারীদের জন্য নাগরিকতা নয়৷

১০. ভারতের নাগরিক অথবা নাগরিকরূপে গণ্য সব ব্যক্তি, সংসদ-প্রণীতব্য আইন-সাপেক্ষে, নাগরিক থাকিয়া যাইবেন৷

১১. এই অংশের উপরিউক্ত কোন প্রাবধানই নাগরিকতার প্রাপ্তি ও বিলোপ এবং নাগরিকতা সংক্রান্ত অন্যান্য যেকোন বিষয়ে কোনরূপ প্রাবধান তৈরীতে সংসদের ক্ষমতাকে ক্ষুণ্ণ করিবে না৷

নাগরিকতার অধিকারের চলমানতা৷

নাগরিকতার অধিকার সংসদীয় আইনের নিয়ন্ত্রণ-সাপেক্ষ৷