(৩৩)

এবার তবে চলিলাম সুর্‌টি করে বুকে
সকল জ্বালায় বাজিয়ে দেব সকল সুখে দুখে
এই ত আমার পোষা পাখী, রবে বুকে জড়িয়ে!
ঘুমিয়ে যদি পড়ে সে গো! চুমি দিব জাগিয়ে!
আঁধার যদি আসে আরো, নেব তারে টানিয়ে
প্রাণের মাঝে রাখ্‌ব তারে, প্রাণে প্রাণে বাঁধিয়ে!
তোমার গান আমার গান এক হ’য়ে যাবে!—
পথের মাঝে তরুলতা, সেই গানটি গাবে!
তবে তুমি থাক্‌বে বঁধু! থাক্‌বে কাছে কাছে!
থাক্‌বে তুমি, বুকের মাঝে, থাক্‌বে পাছে পাছে!