(৩৪)

পথের মাঝে এত কাঁটা! আগে নাহি জানি!
কাঁটা বনের ভিতর দিয়া গেছে পথ খানি!
কাঁটায় কাঁটায় ফালা ফালা,
কাঁটার ডাল কাঁটার পালা,
কাঁটার জ্বালা বুকে ক’রে, গেছে পথ খানি!

কাঁটার ঘায় জ্বলে জ্বলে চল্‌ছি পথ বাহি!
বেড়া অগুনের মত
জ্বল্‌ছে প্রাণে অবিরত!—
সে জ্বালায় জ্বলে জ্বলে এই পথ বাহি!
তোমার গাওয়া প্রাণের গান,—সেই গান গাহি!