অন্নদামঙ্গল/কৌষিকীবন্দনা



কৌষিকীবন্দনা।

কৌষিকি কালিকে চণ্ডিকে অম্বিকে প্রসীদ নগনন্দিনি।
চণ্ডাবিনাশিনি মুণ্ডনিপাতিনি শুম্ভনিশুম্ভঘাতিনি॥

শঙ্করি সিংহবাহিনি।


মহিষমর্দ্দিনি দুর্গবিঘাতিনি রক্তবীজনিকৃন্তিনি॥
দিনমুখরবি কোকনদ ছবি অতুল পদ দুখানি।
রতন নূপুর বাজয়ে মধুর ভ্রমরঝঙ্কার মানি॥
হেমকরিকর উরু মনোহর রতন কদলিকায়।
কটি ক্ষীণতর নাভি সরোবর মূল্য অম্বর তায়॥
কমল কোরক কদম্বনিন্দক করিসুতকুম্ভউচ।
কাঁচুলি রঞ্জিত অতিসুশোভিত অমৃতপূরিত কুচ॥
সুবলিত ভুজ সহিত অম্বুজ কনক মৃণাল রাজে।
নানা আভরণ অতিসুশোভন কনক কঙ্কণ বাজে॥

কোটি শশধর বদন সুন্দর ঈষদ মধুর হাসি।
সিরমার্জিত মুকুরঞ্জিত দশনপাতি প্রকাশ।
সির চন্দন ভালেসুশােতন রবিশশি এক ঠাঁই।
কেবা আছে সমা কি দিব উপমা ত্রিভুবনে হেন নাই।
শিরে জটাজুট রতন মুকুট অর্থ শশী ভালে শােভে।
মালতী মালায় বিজলি খেলায় ভ্রমর ভ্ৰময়ে লােভে।
কহি জোড়করে উহ আসরে ভারতে করহ দয়া।
কৃষ্ণচন্দ্র রায়ে রাখ রাঙ্গা পায়ে অভয় দেহ অভয়া।