অন্নদামঙ্গল/বিষ্ণুবন্দনা

বিষ্ণুবন্দনা।

কেশবায় নমঃ নমঃ পুরাণ পুরুষোত্তম
চতুর্ভুজ গরুড়বাহন।

বরণ জলদ ঘটা হৃদয়ে কৌস্তুভ ছটা
বনমালা নানা আভরণ।
কৃপা কর কমললােচন।
জগন্নাথ মুরহর পদ্মনাত গদাধর
মুকুন্দ মাধব নারায়ণ।
রামকৃষ্ণ জনার্দন লক্ষ্মীকান্ত সনাতন
হৃষীকে বৈকুণ্ঠ বামন।
শ্ৰীনিবাস, দামােদর জগদীশ যজ্ঞেশ্বর
বাসুদেব শ্রীবৎসলাঞ্ছন।
শঙ্খ চক্র গদাম্বুজ সুশােভিত চারি ভুজ
মুনােহর মুকুট মাথায়।
কি মনােহর পদ নিরুপম কোকনদ
রতন নুপুর বাজে তায়।
পরিধান পীতাম্বর অধর বান্ধুলীবর
মুখসুধাকরে সুধা হাসপ
সঙ্গে লক্ষ্মী সরস্বতী নাতিপদ্মে প্রজাপতি
রূপে ত্রিভুবন পরকাশ |
ইন্দ্ৰ আদি দেব সব চারি দিকে করে স্তব
সনকাদি যত ঋষিগণ।
নারদ বীণার তা মােহিত যে গুণ গান
পঞ্চমুখে গান পঞ্চানন ।
কদম্বের কুঞ্জবনে বিহর গান মনে
শীতল সুগন্ধ মন্দ বায়।

ছয় ঋতু সহচর বসন্ত কুসুমশর
নিরবধি সেবে রাঙ্গাপায়॥
ভৃঙ্গের হুঙ্কার রব কুহরে কোকিল সব
পুর্ণচন্দ্র শরদযামিনী।
বীণা বাঁশী আদি যন্ত্রে গান করে কামতন্ত্রে
ছয় রাগ ছত্রিস রাগিণী॥
উর প্রভু শ্রীনিবাস নায়কের পুর অংশ
নিবেদিনু বন্দন বিশেষে।
ভারত ও পদ আশে নুতন মঙ্গল ভাষে
রাজা কৃষ্ণচন্দ্রের আদেশে॥