অন্নদামঙ্গল/শিবের দক্ষালয় যাত্রা

শিবের দক্ষালয়যাত্রা।

মহারুদ্ররূপে মহাদেব সাজে।
ভভম্ভম্ ভভম্ভম্ শিঙ্গা ঘোর বাজে॥
লটাপট্‌ জটাজূট সংঘট্ট গঙ্গা।
ছলচ্ছল্‌ টলট্টল্‌ কলক্কল্‌ তরঙ্গা॥
ফণাফণ্‌ ফণাফণ্‌ ফণীফণ্ণ গাজে।
দিনেশ প্রতাপে নিশানাথ সাজে॥
ধকধ্বক্‌ ধকধ্বক্‌ জ্বলে বহ্ণি ভালে।
ববম্বম্ ববম্বম্ মহাশব্দ গালে॥
দলম্মল্‌ দলম্মল্‌ গলে মুণ্ডমালা।
কটা কট্ট সদ্যোমরা হস্তিছালা॥
পচা চর্ম্ম ঝূলী করে লোল ঝূলে।
মহাঘোর আভা পিনাকে ত্রিশূলে॥
ধিয়া তা ধিয়া তা ধিয়া ভূত নাচে।
উলঙ্গী উলঙ্গে পিশাচী পিশাচে॥
সহস্রে সহস্রে চলে ভূত দানা।
হুহুঙ্কার হাকে উড়ে সর্পবাণা॥
চলে ভৈরবা ভৈরবী নন্দি ভৃঙ্গী।
মহাকাল বেতাল ভাল ত্রিশৃঙ্গী॥

চলে ডাকিনী যোগিনী ঘোর বেশে।
চলে শাঁখিনী পেতিনী মুক্তকেশে॥
গিয়া দক্ষ যজ্ঞে সবে যজ্ঞ নাশে।
কথা না সরে দক্ষরাজে তরাসে॥
অদূরে মহারুদ্র ডাকে গভীরে।
অরে রে অরে দক্ষ দে রে সতীরে॥
ভুজঙ্গপ্রয়াতে কহে ভারতী দে।
সতী দে সতী দে সতী দে সতী দে॥