৩৫
অটল


এ সংসার মায়াজাল করিয়া বিস্তার
সাধুর ঘটাতে চায় চিত্তের বিকার;
সাধু কিন্তু নাহি ভোলে সংসার-মায়ায়,
প্রকৃত পুণ্যের পথে সোজা চ’লে যায়।


  মরু যথা মরীচিকা-মায়া বিস্তারিয়া
দিতে চায় উষ্ট্রের বিভ্রম জন্মাইয়া;
উষ্ট্র কিন্তু সে মায়ায় ভোলে না কখন,
প্রকৃত জলের দিকে করে সে গমন।
    ____


উপদেশ—সৎ লোকের কখন মিছা মোহে তোলেন না। তাঁহারা

স্থির জানেন যে, এই সংসার মায়াময়, তাই মায়ায় না ভুলিয়া তাঁহারা
পুণ্যের কাজ করেন।