অমৃত
প্রকাশক
অমিয়রঞ্জন মুখােপাধ্যায়
২ কলেজ স্কোয়ার, কলিকাতা
উপহার সংস্করণ
মুল্য আট আনা
পরেশচন্দ্র চ্যাটার্জি
মডার্ণ আর্ট প্রেস
৬ বেণ্টিঙ্ক ষ্ট্রীট, কলিকাতা
নিবেদন
গল্পচ্ছলে ও সরল ভাষায় বালক-বালিকাগণকে নীতিশিক্ষা দিবার উদ্দেশ্যে ‘অমৃত’ প্রকাশিত হইল। কবিতাগুলি যাহাতে যুগপৎ শিক্ষাপ্রদ ও হৃদয়গ্রাহী হয় তাহার জন্য চেষ্টা করিয়াছি। কতদূর সফলকাম হইয়াছি বলিতে পারি না।
ইহার কয়েকটি কবিতা ‘অষ্টপদী’ নামে ইতঃপূর্ব্বে ‘দেবালয়’ নামক মাসিক পত্রিকায় প্রকাশিত হইয়াছিল।
পুস্তকের নাম দেখিয়া সাধারণে চমৎকৃত না হন, এজন্য দু’একটি কথা বলা আবশ্যক। যে সকল নীতিবাক্য সার্ব্বজনীন ও সার্ব্বকালিক, যাহা জাতি বা সম্প্রদায়বিশেষের নিজস্ব নহে, যাহা অমর সত্যরূপে চিরদিন মানবসমাজে প্রতিষ্ঠা লাভ করিয়াছে ও অনন্ত কাল করিবে, এই নীতিবাক্যগুলিতে সেই সকল সত্যের অবতারণা করা হইয়াছে বলিয়া গ্রন্থের নাম ‘অমৃত’ রাখা হইল; অমৃতের ন্যায় স্বাদু হইয়াছে, এরূপ অর্থ করিলে সঙ্গত অর্থ করা হইবে না।
কয়েকটি সুপরিচিত সংস্কৃত নীতি-শ্লোক ও বাঙ্গালা-ইংরাজী গল্প হইতে তিন-চারটি কবিতার ভাব গ্রহণ করিয়াছি, কর্ত্তব্য বিবেচনায় ইহার উল্লেখ করিলাম।
কবিতাগুলির পরিচ্ছদ যতই জীর্ণ ও মলিন হউক, প্রিয়সুহৃদ শ্রীযুক্ত দীনেশচন্দ্র সেন ও শ্রদ্ধাভাজন শ্রীযুক্ত রামেন্দ্রসুন্দর ত্রিবেদী, বঙ্গসাহিত্যনায়কদ্বয়ের করুণা-কিরীট-ভূষিত হইয়া উহারা মহিমা ও গৌরবে উজ্জ্বল হইয়াছে। আমি এজন্য তাহাদিগের নিকট বিশিষ্ট ভাবে কৃতজ্ঞ।
পরিশেষে নিবেদন, পুস্তকখানি যাহাতে স্কুলপাঠ্য হইতে পারে, তৎপ্রতি লক্ষ্য রাখিয়াছি।
মেডিক্যাল কলেজ হাসপাতাল,
|
|
বিনয়াবনত গ্রন্থকার |
জয় জগদীশ
বঙ্গ-সাহিত্য-শরণ,
শ্রীল শ্রীযুক্ত কুমার শরৎ কুমার রায় বাহাদুর
নয়নের আগে মোর মৃত্যু-বিভীষিকা;
রুগ্ন, ক্ষীণ, অবসন্ন এ প্রাণ-কণিকা।
ধূলি হ’তে উঠাইয়া বক্ষে নিলে তারে,
কে করেছে তুমি ছাড়া? আর কেবা পারে?
কি দিব কাঙ্গাল আমি? রোগশয্যোপরি,
গেঁথেছি এ ক্ষুদ্র মাল্য, বহু কষ্ট করি';
ধর দীন-উপহার; এই মোর শেষ;
কুমার! করুণানিধে! দেখো, র’ল দেশ।
মেডিক্যাল কলেজ হাসপাতাল,
|
|
চিরকৃতজ্ঞ গ্রন্থকার |
সূচীপত্র
এই লেখাটি ১ জানুয়ারি ১৯২৯ সালের পূর্বে প্রকাশিত এবং বিশ্বব্যাপী পাবলিক ডোমেইনের অন্তর্ভুক্ত, কারণ উক্ত লেখকের মৃত্যুর পর কমপক্ষে ১০০ বছর অতিবাহিত হয়েছে অথবা লেখাটি ১০০ বছর আগে প্রকাশিত হয়েছে ।