অমৃত/তুলনায় সুখদুঃখ


৩০
তুলনায় সুখদুঃখ


বসিয়া নদীর তীরে, চাহি’ নদীপানে,
কাঁদিতেছে এক নারী অবসন্ন প্রাণে;
পথিক জিজ্ঞাসে তারে শোকের কারণ,
নারী কহে, “ডুবে গেছে সন্তান-রতন।”


  পাস্থ বলে, “এক ছেলে গেছে,—কাঁদ তাই?
  আমার দুঃখের বার্ত্তা তোমারে শুনাই,—
  আট পুত্র, চারি কন্যা ডুবেছে এ নীরে;
  আমারে দেখিয়া, মাগো, গৃহে যাও ফিরে।”
    ____


উপদেশ-দুঃখে পড়িলেই নিজের দুঃখের সঙ্গে অন্যের দুঃখের

তুলনা করিবে; দেখিবে তোমার চেয়েও অনেক বেশী দুঃখী জগতে
আছে। এইরূপ তুলনায় শোকে বা দুঃখে অনেকটা সান্ত্বনা পাওয়া যায়।