অমৃত/দ্বাদশ দান
< অমৃত
(পৃ. ৩১)
৩১
দ্বাদশ দান
অন্নহীনে অন্নদান, বস্ত্র বস্ত্রহীনে,
তৃষাতুরে জলদান, ধর্ম্ম ধর্ম্মহীনে,
মূর্খ জনে বিদ্যাদান, বিপন্নে আশ্রয়,
রোগীরে ঔষধদান, ভয়ার্ত্তে অভয়,
গৃহহীনে গৃহদান, অন্ধেরে নয়ন,
পীড়িতে আরোগ্যদান, শোকার্ত্তে সান্ত্বনা;—
স্বার্থশূন্য হয় যদি এ দ্বাদশ দান
স্বর্গের দেবতা নহে দাতার সমান।
____
- উপদেশ-নিজের কোন লাভের আশা না রাখিয়া নিঃস্বার্থভাবে
দান করাই উচিত। নিঃস্বার্থ দানই শ্রেষ্ঠ দান—মহাপুণ্য।