৩৯
ক্ষমা


দশ বিঘা ভূঁয়ে ছিল আশী মণ ধান,
সারা বৎসরের আশা, কৃষকের প্রাণ,—
খেয়ে গেছে প্রতিবেশী গোয়ালার গরু,
ক্ষেতগুলি প’ড়ে আছে, শ্মশান কি মরু!


  ক্ষেতের মালিক আর গরুর মালিক,
  কেহই ছিল না বাড়ী; চাষী বলে, “ঠিক,—
  আহার পাইয়া পথে, পরম সন্তোষ,
  গরু তো বোঝে না কিছু,—ওদের কি দোষ!”
    ____


উপদেশ-জীবজন্তুতে যদি শস্যাদি খাইয়া ফেলে, তবে তাহাদিগকে

না মারিয়া ক্ষমা করাই ভাল।