অমৃত/আপেক্ষিক তুলনা


২৪
আপেক্ষিক তুলনা


সত্যের সমান বল নাহি ত্রিভুবনে,
সৎকার্য্য—দানের তুল্য না হেরি নয়নে,
ঈশ-সেবা-সম নাই চিত্তের শোধক,
পরপীড়া-তুল্য নাই সদগতি-রোধক,


  পর-উপকার-সম পুণ্য নাহি আর,
  পক্ষপাত-তুল্য আর নাহি অবিচার,
  স্বাস্থ্য-হীনতার সম দুঃখ কিছু নাই,
  অবাধ্য পুত্রের সম নাহিক বালাই।
    ____


উপদেশ—(এই কবিতার প্রতি পঙক্তি এক একটি নীতিবাক্য)।