অমৃত
সার্থকতা

মহাবীর শিখ এক পথ বহি’ যায়,
পথ-পার্শ্বে কুষ্ঠরোগী পড়িয়া ধরায়;
বেদনায় হতভাগ্য করিছে চীৎকার,
ক্ষত-স্থান বহি’ তার পড়ে রক্তধার।

দেখিয়া বীরের মনে দয়া উপজিল,
শিরস্ত্রাণ খুলি’ তার ক্ষত বাধি দিল।
শিরস্ত্রাণ কহে, “মাথে ছিলাম নগণ্য,
কুষ্ঠীর চরণে প’ড়ে তই লাম ধন্য!”


 উপদেশ-—মহাবীরের মাথার শোভা-বর্দ্ধন অপেক্ষা রোগীর সেবা করা বড় কাজ,—তাহাতে গৌরব বেশী।