অমৃত/দাম্ভিকের শিক্ষালাভ


২৮
দাম্ভিকের শিক্ষালাভ


সিংহ বলে, “কালো মেঘ, এস দেখি কাছে,
যুদ্ধ ক’রে দেখি, কার কত বল আছে।
ক্রমাগত দূরে থেকে কর ডাকাডাকি,
সম্মুখ-সমরে ভায়া, ভয় পাও নাকি?”


  মেঘ বলে, “মৃত্যু ডেকে আনিস্‌, নির্ব্বোধ!
  আমার শকতি কেবা করে প্রতিরোধ?”
  অদূরে পড়িল বজ্র,—সিংহ মূর্চ্ছা যায়;
  মূর্ছাভঙ্গে সভয়ে মেঘের পানে চায়।
    ____


উপদেশ—বৃথা গর্ব্ব করা ভাল নয়।