অমৃত/পরার্থে আত্মত্যাগ

৪৭
পরার্থে আত্মত্যাগ


শির কহে, “ছত্র ভাই, মোর রক্ষা-তরে
নিজে দগ্ধ হও তীব্র তপনের করে।”
ছত্র বলে, “পরার্থে (তে) আত্মত্যাগ-সম
নাহি সুখ এ সংসারে, নাহিক ধরম!”


  চরণ কহিছে, দুখে ডাকি’ পাদুকারে,
  “নিজে ক্ষত হ’য়ে বন্ধু, বাঁচাও আমারে।”
  পাদুকা কহিছে, “দেখ, রক্ষিতে তোমায়
  নিজে ছিন্ন হই, কিন্তু কি আনন্দ তায়।”
    ____


উপদেশ—পরের জন্য স্বার্থত্যাগে বড় সুখ—বড় আনন্দ। স্বার্থ

ত্যাগের অপেক্ষা শ্রেষ্ঠ ধর্ম্ম আর নাই।