একতা

বর্ণমালা কহে, “দেখ, সীসার অক্ষরে,
আমাদের রেখে দেয় ভিন্ন ভিন্ন ঘরে।
শব্দের আকারে যবে মোদের সাজায়,
অর্থযুক্ত হই ব’লে শক্তি বেড়ে যায়;


  বহু শব্দযোগে ধরি বাক্যের আকার,
  আরো বুদ্ধি পায় শক্তি, সন্দেহ কি তার?
  বাক্যে বাক্যে যোগ করি’ সাজায় যখন,
  গ্রন্থরূপে কত জ্ঞান করি বিতরণ।”
    ____


উপদেশ-একতাই শক্তি। যে কোন বস্তু পাঁচটি একত্র হইলেই

তাহাদের শক্তি বাড়িয়া যায়, আর সে শক্তি সময়ে সময়ে এত বেশী হয়
যে, ধারণা করিতেও পারা যায় না।