বিহ্বলতা


তুফানে পড়িয়া মাঝি হাল যদি ছাড়ে,
তার কাছে নদীর তরঙ্গ আরো বাড়ে;
নিরাশ হইয়া রোগী ঔষধ না খায়,
দিনে দিনে রোগ তার আরো বৃদ্ধি পায়;


  সভাস্থলে ভীত হ’লে, দেখি’ গুণিগণ
  বক্তার না হয় কভু বাক্য-নিঃসরণ;
  গিরি-শিরে উঠে যদি ভয়ে মাথা ঘোরে,
  নিশ্চয় শিখর হ'তে নীচে যাবে প’ড়ে;
    ____


উপদেশ—দুঃখে, শোকে বা বিপদে কখনও অভিভূত হইও না,—

অভিভূত হইয়া ভয় পাইলেই বিপদ আরও বাড়িয়া যায়।