অমৃত/বংশগৌরব
< অমৃত
(পৃ. ৫)
৫
বংশগৌরব
নীচ বংশ ব’লে ঘৃণা ক’রো না কখন,—
তার মধ্যে জন্মে কত অমূল্য রতন।
কর্দ্দমাক্ত পুকুরের অপেয় যে জল,
তার মাঝে ফুটে থাকে সুরভি কমল;
উচ্চ বংশ দেখি’ হেন ধারণা না হয়,-
শান্ত, ধীর, সুবিদ্বান্ জনমে নিশ্চয়;
বনিয়াদি বটবৃক্ষ, কত নাম তার,
অখাদ্য তাহাব ফল,— কাকের আহার!
____
- উপদেশ— ভাল বংশে জন্মগ্রহণ করিলেই ভাল লোক হইবে, আর
নীচ বংশে জন্মগ্রহণ করিলেই যে নীচ ও ঘৃণার যোগ্য হইবে—এ কথা
ঠিক নয়। বড় ঘরেও ছোট লোক জন্মায়, আবাব নীচ বংশেও ভাল
লোক জন্মায়।