অমৃত/প্রাণিহিংসা ও পরপীড়া
< অমৃত
(পৃ. ৪৩)
৪৩
প্রাণিহিংসা ও পরপীড়া
সন্ন্যাসীরে দেখি’ এক রাজপুত্র কহে,
“আহারের ক্লেশ তব হেরি’ প্রাণ দহে;
মৎস্য, মাংস, দধি, দুগ্ধ—খাদ্যের প্রধান,
তোমার কপালে কেন শাকান্ন-বিধান?”
সন্ন্যাসী বলিছে, “জীবহিংসা নাহি করি,
এ কারণ মৎস্য-মাংস-আদি পরিহরি;
গোবৎসে বঞ্চিয়া যারা দধি-দুগ্ধ খায়,
স্বার্থ তরে পর-পীড়া তাহারা ঘটায়।”
____
- উপদেশ— জীবহিংসা করা এবং নিজের ভালর জন্য পরকে কষ্ট দেওয়া
অন্যায়।