অমৃত/কাচের শিশি ও মেটে সরা

৪৪
কাচের শিশি ও মেটে সরা


শিশি বলে, “মেটে সরা, তুই শুধু মাটি,
নির্ম্মল আমার দেহ, স্বচ্ছ, পরিপাটি;
অনাদরে গৃহকোণে ফেলে রাখে তোরে,
আমারে তুলিয়া রাখে কত যত্ন ক’রে!”


  মেটে সরা কহে, “ভায়া, গর্ব্ব কর দূর,—
  হাত থেকে প’ড়ে গেলে দু’জনাই চুর!
  আরো এক কথা ভাই, জেনে রেখো খাঁটি,—
  আমি মাটি,—তোমারও বুনিয়াদ মাটি!”
    ____


উপদেশ—গর্ব্ব বা অহঙ্কার করা ভাল নয় এবং কাহাকেও ছোট বা

নীচ মনে করিয়া ঘৃণা করিতে নাই।