অমৃত/অসাধুর সঙ্গ
< অমৃত
(পৃ. ৩৭)
৩৭
অসাধুর সঙ্গ
সরল-হৃদয় এক সাধু অকপট
হেরিয়া, করিল মৈত্রী, এক ধূর্ত্ত—শঠ;
যুক্তি দিয়া সাধুরে বিদেশে ল’য়ে যায়,
অতিথি হইল এক ধনীর বাসায়।
নিশায় করিয়া চুরি সেই তুষ্ট শঠ
বহু অর্থ ল’য়ে দিল গোপনে চম্পট।
গৃহস্বামী প্রাতে উঠি’ সাধুরে ধরিল,
চোর বলি’ বাঁধি কত প্রহার করিল।
____
- উপদেশ—অসৎ-সঙ্গ করিতে নাই। অসতের সঙ্গে থাকিলে সাধু
লোকেরও অনেক দুর্গতি হয়।