৪১
রূপ ও গুণ


প্রজাপতি বলে, “যূথি তুই শুধু সাদা,
কেমনে বুঝিবি মোর রূপের মর্য্যাদা?
নানা বর্ণে মোর পাখা কেমন রঞ্জিত!
রূপ হ’তে বিধি তোরে করেছে বঞ্চিত।”


  যুথী বলে, “কিন্তু ভাই, রূপ কিছু নয়,
  গুণের আদর দেখ চিরস্থায়ী হয়।
  চিরদিন দিয়ে থাকি মধুর সৌরভ,
  বংশ-ক্রমে আছে মোর গুণের গৌরব।”
    ____


উপদেশ-রূপের চাইতে গুণের গৌরব অনেক বেশী। রূপ চিরকাল

সমান থাকে না, কিন্তু গুণের খ্যাতি চিরদিন এক ভাবে থাকে।